প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর \'পাকিস্তানি\' রাখি-বোন এবারও ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনায় তাঁকে রাখি পরাবেন। কামার মহসিন শেখ নামে প্রধানমন্ত্রীর পাকিস্তানের রাখি বোন বিবাহ সূত্রে বর্তমানে ভারতের বাসিন্দা। গত ৩০ বছর ধরে কামার মহসিন শেখ নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন।